Advertisement
মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিএনপি'র নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শান্তি সমাবেশের মিছিল বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সহ- সভাপতি এস এম আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, যুবলীগ নেতা রেদওয়ানুল হক দুলাল, রতন, জেলা ছাত্রালীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক" সাদ্দাম হোসেন,সদর থানা ছাত্রলীগের সভাপতি মোঃ "আতিকুর রহমান রাব্বি,সাধারণ সম্পাদক "রিজভী কবির চৌধুরী বিন্দু, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি "শরিফ আহমেদ",সাধারণ সম্পাদক "সোলাইমান গাদ্দাফি"সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃত্বী বৃন্দ।