lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-13T16:43:55Z
আইন অপরাধ

ভাইস চেয়ারম্যান খোকনকে মারপিটের ঘটনায় তিনজন গ্রেফতার

Advertisement


পাবনা প্রতিনিধিঃ 


পাবনার সাঁথিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে মারপিটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো উপজেলার নন্দনপুর ইউনিয়নের চকনন্দনপুর গ্রামের জামাল সরদারের ছেলে মেহেদী হাসান রুবেল(৩৫), সাঁথিয়া পৌরসভাধীন কোনাবাড়িয়া গ্রামের সবুর শেখের ছেলে মেহেদী হাসান(২৮) এবং সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের আইয়ুব মুন্সির ছেলে সাদ্দাম হোসেন(৩২)।



সাঁথিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়,গত০৮ অক্টোবর বিকেল তিনটায় সাঁথিয়া থানার সামনে রুপালী ব্যাংকের নিচে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল ও মেহেদী হাসান সাঁথিয়া পৌর আ'লীগ সাধারণ সম্পাদক ও উপজলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে অকথ্য ভাষায় গালমন্দ করে। ওইদিন বিকেল সাড়ে চারটায় ভাইস চেয়ারম্যন সোহেল রানা খোকন সাঁথিয়া বাজারস্থ আব্দুল লতিফের বিল্ডিংয়ে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলার বাসায় দেখা করতে যান। এ সময় রুবেল ও মেহেদী হাসানের নেতৃত্বে পাঁচজন মিলে তাকে মারপিট করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রুবেলসহ পাঁচজনকে আসামী করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।



সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান,অভিযোগ পাওয়ার পর পলাতক আসামী মেহেদী হাসান রুবেল, মেহেদী হাসান ও সাদ্দামকে গত ১৩ অক্টোবর রাতে পাবনার চাটমোহর থেকে আটক করা হয়। অভিযোগ টি আমলে নিয়ে শুক্রবার দুপুরে ১৬ নং মামলায় আটককৃতদের পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



উল্লেখ্য, ০৮ অক্টোবর রোববার বিকেলে একজন মহিলার সাথে সোহেল রানা খোকনের অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে মারপিট করে তারা যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সোহেল রানা খোকনের ভাষ্য,সাঁথিয়া বালিকা মাদরাসার কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন পৌর আ'লীগের সভাপতি ও মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সাথে তার বিরোধ চলে আসছে। এর জেরেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ এনে তাকে মারধোর করা হয়েছে।



মামলা দায়েরের পর সোহেল রানা খোকন জানান, রাজনৈতিক ভাবে মান অপমান করার উদ্দেশ্যে নারী দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়।