lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-16T08:43:25Z
আইন অপরাধ

শেরপুরের ঝিনাইগাতীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Advertisement


মোঃ আরিফুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধিঃ


 শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


১৬ অক্টোবর, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এর আগে রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেলু উপজেলার বড় রাংটিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন দেলুকে ১৫০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দেলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।