lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-27T15:17:29Z
সারাদেশ

এমপি ট্রেনে যাবেন বলে!

Advertisement


মোঃ মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 


ট্রেনের প্রথম শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত টিকেটধারী যাত্রীদের জন্য নির্ধারিত শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার তালাবদ্ধ রেখে তাদেরকে প্লাট ফরমে নোংরা পরিবেশে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। 


গতকাল  সকাল এগারোটায় সরেজমিন সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সুন্দরবন এক্সপ্রেস এর বেশ কয়েকজন প্রথম শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত টিকেটধারী যাত্রী প্লাটফরমে নোংরা পরিবেশে ট্রেনের অপেক্ষায় বসে আছেন।


এ সময় পরিবার সহ কোর্টচাদপুর গামী যাত্রী সাদিয়া আলম অভিযোগ করে বলেন, স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্ট অন্যান্যদেরকে বিশ্রামাগারটি খুলে দেবার জন্য বারবার অনুরোধ করার পরও তারা বিষয়টি আমলে নেননি।


তিনি আরও বলেন, স্টেশন কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন, সিরাজগঞ্জ - ৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের আজ চিত্রা এক্সপ্রেস ট্রেন যোগে উল্লাপাড়া থেকে ঢাকা যাবার কথা রয়েছে। সেই ট্রেনের নির্ধারিত আগমনের সময় বেলা আড়াইটায়। একারনে সকালেই শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রমাগারটি পরিপাটি করে এমপির বিশ্রামের জন্য রিজার্ভ রাখা হয়েছে।


বিষয়টি নিয়ে চরম আপত্তি জানানো দু'একজন যাত্রীকে স্টেশন মাস্টারের কক্ষে বসার ব্যবস্থা করে দেয়া হলেও শেষ পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগারটি খোলা হয়নি।


সেখানে অপেক্ষা শেষে নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠে তারা চলে যান। এসময় বিষয়টি নিয়ে যাত্রীরা হতাশা প্রকাশ করেন।


এবিষয়ে স্টেশন মাস্টার রাকিবকে জিজ্ঞেস করা হলে তিনি ক্যামেরায় কথা বলবেন না বলে জানিয়ে দেন।


নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একজন কর্মচারী জানান, এমপির জন্য বিশ্রামাগারটি পরিস্কার করে রাখা হয়েছে। এখন খুলে দিলে নোংরা হতে পারে। 


সংসদ সদস্য তানভীর ইমামের অনুসারী একজন স্থানীয় আওয়ামীলীগ নেতা আজকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে এমপির ঢাকা যাবার সিডিউল রয়েছে বলে নিশ্চিত করেন।