lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-29T08:41:29Z
সারাদেশ

সালথায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

Advertisement

 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:


"নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ্য থাকি" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ইং এর উদ্বোধন করা হয়ছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় আগামী এক সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা  অভিযান পরিচালনা করা হবে বলে ঘোষনা দেওয়া হয়।



উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার।



অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ন-সাধারন সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন, ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, আব্দুল কাদের, হাজী সাহেদ আলী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকতা আব্দুল বারিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।



এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রথমে সবার সচেতনতা প্রয়োজন। আপনারা সবার বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়ির আশেপাশের আগাছা পরিস্কার করবেন। দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। মশা নিরোধক ক্রীম ব্যবহার করতে পারেন প্রয়োজনে। বাড়ির আশপাশে মশার স্প্রে করবেন। ডেঙ্গু আক্রান্ত রোগী ঘরে থাকলে সবসময় তাকে মশারির মধ্যে রাখুন। চিপসের প্যাকেট বা পানির বোতল যত্রতত্র ফেলবেন না। এগুলোতে পানি জমে মশা বাড়তে পারে। হঠাৎ বৃষ্টিতে পানি জমতে পারে এমন কিছু যেন বাড়ির আশেপাশে বা বারান্দায় না থাকে। ঘরে যেন পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে সেদিকে লক্ষ রাখা জরুরি। অব্যবহৃত বাথরুমের কমোডও এডিস মশার লার্ভা উৎপাদনের জায়গা হতে পারে। তাই দুই বা তিন দিন পর পর ওয়াশ করে দিন কমোড। বাথরুমের বালতি, মগ বা বদনাতেও পানি জমিয়ে রাখবেন না। জ্বর আসলে দেরি না করে অথবা নিজ থেকে অ্যান্টি-বায়োটিক না সেবন না করে চিকিৎসকের পরামর্শ নেবেন দ্রুত।