lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-29T13:33:37Z
জাতীয়শিক্ষা

রাজনৈতিক অস্থিরতা: নভেম্বরে বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা

Advertisement


 

এস এম আদনান উদ্দিন:-শিক্ষাবর্ষের শেষ প্রান্তিকে এসে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই শেষ করতে হবে বার্ষিক পরীক্ষা। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম অনিশ্চয়তা। এ দিকে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচির কারণে শিক্ষা সেক্টরেও অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন অনেকেই। ফলে চলতি বছরের শেষ প্রান্তিকে শিক্ষার্থীদের বড় কোনো ক্ষতি হয় কি না সেই শঙ্কার কথাও জানিয়েছেন অনেকে।


সরকারের পরিকল্পনা ছিল এবারের জাতীয় নির্বাচনের কারণে সব স্কুলের বার্ষিক পরীক্ষা এক মাস এগিয়ে নিয়ে আসার। সেই আলোকেই নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে সব পরীক্ষার ফল প্রকাশের কাজ। কিন্তু হঠাৎ করেই রাজনীতির মাঠ গরম করার মতো পাল্টাপাল্টি কর্মসূচি থাকার কারণে অভিভাবকদের মধ্যে একটি অনিশ্চয়তা কাজ করছে। এ ছাড়া গতকাল শনিবার ঘোষণা করা হয়েছে আজ রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে বিরোধী রাজতৈকি দল। ফলে স্বাভাবিক কারণেই স্কুলে যেতে আসতে শিক্ষার্থীদের মধ্যে একটি ভয় কাজ করবে।


এ দিকে হিন্দুদের শারদীয় দুর্গাপূজার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রবিবারের খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু আজই হরতালের কর্মসূচি দেয়া হয়েছে। ফলে শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করছেন না অনেক অভিভাবক। অন্য দিকে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশির) নতুন সিদ্ধান্ত অনযায়ী নতুন কারিকুলামে পাঠদান শেষে শিক্ষার্থীদের শেষ প্রান্তিকের মূল্যায়নের জন্য ভিন্ন পদ্ধতির কথা জানানো হয়েছে। কিন্তু এখনো সেই মূল্যায়ন পদ্ধতির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা আসেনি। ফলে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক কেউই এখনো নিশ্চিত নন যে মূল্যায়ন কিভাবে হবে। এ ছাড়া অনেক স্কুলে তাদের সিলেবাসও এখনো শেষ করতে পারেনি। অনেকে প্রস্তুতি নিয়েছিল পূজার ছুটির পর তারা সিলেবাস শেষ করবেন। কিন্তু এখন রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে সেই সুযোগও তারা আর পাবেন না। চলতি বছরের শুরু থেকেই নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পাঠদান চলছে। এ দুই শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নও হবে নতুন পদ্ধতিতে। আগেই জানানো হয়েছে যে এবার কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট হবে না।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, ষাণ্মাসিক মূল্যায়নের পর এবার আসছে বছরের সামষ্টিক মূল্যায়ন। এরই মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর এ মূল্যায়ন নির্দেশিকা সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগাম নির্দেশনায় জানানো হয়েছে। মূল্যায়ন পরিচালনা সংক্রান্ত নির্দেশনা আজ রোববার (২৯ অক্টোবর) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর কথা রয়েছে।


এ দিকে আগামী ৫ নভেম্বর থেকে মূল্যায়ন শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ২৯ ( আজ রবিবার) অক্টোবর নির্দেশনা স্কুলে পাঠাবে মাউশি। ২ নভেম্বর তা জানাতে স্কুলে স্কুলে অনুষ্ঠিত হবে অভিভাবক সমাবেশ। অর্থাৎ মূল্যায়ন শুরুর মাত্র ৭ দিন আগে নির্দেশনা পাবেন শিক্ষকরা। সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। আর অভিভাবক ও শিক্ষার্থীরা মূল্যায়ন নির্দেশিকা সম্পর্কে জানতে পারবেন মূল্যায়ন শুরুর মাত্র তিন দিন আগে।