lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-24T14:54:53Z
আইন ও অপরাধ

গাজীপুরে নারী শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

Advertisement


মেহেদী হাসান শাহীন, গাজীপুর


গাজীপুর মহানগরের ইসলামপুর এলাকায় বাইরে থেকে বন্ধ করা বসতঘরের ভেতর থেকে মঙ্গলবার দুপুরে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 



নিহত শেখা বেগম (৩৫), স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহের ত্রিশাল থানার কাটাখালি গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। 



গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, নিহত শেখা বেগম ইসলামপুর এলাকার মো. শামসুর রহমানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। স্বামীর সঙ্গেই বসবাস করতেন শেখা। প্রতিবেশি ভাড়াটিয়ারা শেখা বেগমের বন্ধ থাকা বসত ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে জানায়। পরে পুলিশ গিয়ে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই বাড়িতে গিয়ে দরজা খুলে বসত ঘরের ভেতরে কাঁথায় মোড়ানো একটি লাশ পড়ে থাকতে দেখে। লাশটি শেখা বেগমের বলে প্রতিবেশিরা সনাক্ত করেন। তার স্বামীর সন্ধান পাওয়া যায়নি। 


ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে, দুই, তিনদিন আগে স্ত্রী শেখা বেগমকে  হত্যার পর তার লাশ কাথায় মুড়িয়ে রেখে বাইরে থেকে বসত ঘরের দরজা আটকিয়ে স্বামী পালিয়ে গেছে। লাশটি পঁচে-গলে যাওয়ায় তার শরীরের কোথাও মৃত্যুর কোন আলামত বুঝা যাচ্ছে না। নিহতের স্বামীর নাম-পরিচয় জানা যায়নি। মৃত্যুর রহস্য উদঘাটন ও স্বামীর সন্ধানে অভিযান চলছে।