lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-13T10:42:40Z
সারাদেশ

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে, শ্যামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Advertisement

 

মোঃ মোরসালিন ময়মনসিংহ গৌরীপুর :


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে  দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে, শ্যামগঞ্জ বাজারে হাজার হাজার তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শ্যামগঞ্জ বড় মসজিদ হতে এই বিশাল বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়, পরে আরো মিছিলটির সাথে যুক্ত হয় গোহালাকান্দা মসজিদের মুসল্লিরা, শ্যামগঞ্জ স্টেশন মসজিদ থেকে আগত মুসল্লীরা, গরু হাটা মসজিদের এবং জালশুকা পুরান বাজার মসজিদের ধর্মপ্রাণ মুসলিমগণ ।

 

 নারায়ে তাকবীর ,আল্লাহু আকবার ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক , ফ্রি ফ্রি প্যালেস্টাইন , এই স্লোগানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ মুখরিত করে তুলে শ্যামগঞ্জের আকাশে বাতাসে । শ্যামগঞ্জ বড় মসজিদ হতে জালশুকা পুরান বাজার হয়ে  মিছিলটি আবার বড় মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়।



শ্যামগঞ্জ বড় মসজিদের খতিব মাওলানা এ কে এম জয়নুল আবেদীনের সভাপতিত্বে মিছিলিটিতে অংশগ্রহণ করেন , মইলাকান্দা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত হোসেন মনোজ, রাজনৈতিক ব্যক্তি সালেহ আহমেদ চান মিয়া , এনডিএম এর রাজনৈতিক ব্যক্তি মারুফ রহমান মাসুম, রাজনৈতিক ব্যক্তি এরশাদ হোসেন, গোহালাকান্দা মসজিদের ইমাম মাওলানা মাওলানা নোমান সিরাজী, স্টেশন মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম, গরুহাঠা মসজিদের ইমাম মাওলানা আব্দুল হক, জালশুকা পুরান বাজার মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সহ বিভিন্ন দল মত নির্বিশেষে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা।



এ সময় বক্তারা বলেন, পৃথিবীর মানচিত্রে ইসরাইল নামে কোন রাষ্ট্র ছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সাহায্যে এরা ফিলিস্তিনির ভূখণ্ডে শরণার্থীর মত বসবাস শুরু করে, ধীরে ধীরে ওরা পুরো ফিলিস্তিনিটাকেই দখল করে নেয়, সারা বিশ্বে ওরা ইহুদী জাতি সব রকমের সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে, নিরপরাধ অসহায় ফিলিস্তিনি মানুষদের উপর বছরের পর বছর অন্যায় ভাবে জুলুম করে যাচ্ছে, অবিলম্বে যদি ফিলিস্তিনে হামলা বন্ধ না হয় ,তাহলে  সরকারিভাবে তাদেরকে ফিলিস্তিনে যাওয়ার অনুমতি দেওয়া হোক ,তারাও ফিলিস্তিনিদের সাথে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে।