Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:-ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন কৃষক লীগের ৬১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা কৃষক লীগের কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।
ভাওয়াল ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত সভাপতি মো. মাসুদ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
সভা শেষে সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা এবং সাধারন সম্পাদক আমিন খন্দকার ৬১ সদস্য বিশিষ্ট ভাওয়াল ইউনিয়ন কমিটি অনুমোদন দেন। এই কমিটির সভাপতি মো. মাসুদ মোল্লাএবং সাধারন সম্পাদক আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে রয়েছেন সহ- সভাপতি আদেল মেম্বার, হিরু মোল্লা, আবুল কালাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মাতিববর, পলাশ শেখ সাংগঠনিক সম্পাদক শাহিন মাতব্বর, হাফিজুর রহমান আইন বিষয়ক সম্পাদক ইকবাল মাতুব্বর প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু মোল্লা অর্থ সম্পাদক হিরু মাতুববর দপ্তর সম্পাদক কামরুল মাতুব্বর, স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ সম্পাদক আলমগীর শেখ,বনও পরিবেশ বিষযক সম্পাদক আরিফ ফকির।