Advertisement
সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ:বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার সংলগ্ন বারাশিয়া নদীতে ২৮ অক্টোবর (শনিবার) বিকালে সহস্রাইল বাজার বণিক সমিতি'র উদ্যোগে বারাশিয়া নদীতে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ। হাজার-হাজার দর্শকদের উপচেপড়া ভিড়ে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ।
নোকা বাইচ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রাসেল রেজা, ভাইস-চেয়ারম্যান, বোয়ালমারী উপজেলা পরিষদ, মো.আজিজার রহমান, সাবেক চেয়ারম্যান, রুপাপাত ইউনিয়ন পরিষদ, মো.ইস্রাফিল মোল্যা সাবেক চেয়ারম্যান, শেখর ইউনিয়ন পরিষদ,মো.কামাল আহমেদ, চেয়ারম্যান, শেখর ইউনিয়ন পরিষদ। সঞ্চালনায় ছিলেন মাহিদুল হক, প্রভাষক,আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ।
সভাপতিত্বে করেন মো.চুন্নু বিশ্বাস সভাপতি,সহস্রাইল বাজার বণিক সমিতি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো.মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, সহস্রাইল বাজার বণিক সমিতি।গ্রামীণ মেলা ও নৌকা বাইচে চুড়ি ফিতা, কসমেটিকস, মিষ্টির দোকান, মাটির খেলনা,বিভিন্ন খাবারের দোকানের পসরা বসায় দোকানীরা।
বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা ভিড় জমায় এই গ্রামীণ মেলায়, মেলায় প্রধান আকর্ষন ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও মুকসুদপুরের জলপুরী বাইচ নৌকা।