lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-14T16:29:47Z
আইন অপরাধ

জয় বাংলা না বলা সেই পিআইও এর দৃষ্টান্তমূলক শাস্তি চান যুবলীগ নেতা

Advertisement


আকন্দ সোহাগ


বক্তব্যের শেষে জয়বাংলা না বলা জামালপুরের মাদারগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিলের দৃষ্টান্তমুলক শাস্তি চান যুবলীগ নেতা। শুক্রবার রাতে জয় বাংলা না বলার অভিযোগ শিরোনামে খবরের পোস্টে তিনি এ মন্তব্য করেন। মন্তব্যকারী যুবলীগ নেতার নাম শেখ রাঙা। তিনি আদারভিটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও সেই পোস্টে Rubel mia নামে একজন লিখেছেন,জয়বাংলা বলা বাধ্যতামূলক সেই সাথে এটি একটি চেতনার বিষয়। তিনি যদি তা বলতে লজ্জা পান,তাহলে তার সরকারি চাকুরি করার প্রয়োজন নেই। সরকারি চাকুরি ছেড়ে দিয়ে  অন্য কিছু করুক। md shohel mondol নামে একজন লিখেছেন, সেই পিআইওকে সরকারি চাকুরি ছেড়ে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। Atm omor faruk নামে একজন লিখেছেন,জয় বাংলাতে এলার্জি থাকা লোকদের ডিম থেরাপি দেওয়া উচিত।যারা স্বাধীনতার বিরোধী হয়ে কাজ করে তারাই জয় বাংলা বিরোধী,দেশে আবার কখনো যুদ্ধ হলে এরা হবে রাজাকার। shekh jamal নামে একজন লিখেছেন,জয়বাংলা শ্লোগানে যাদের আপত্তি থাকবে তাদের আদর্শিক বিচ্যুতি ঘটেছে বলে মনে হয়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়বাংলা। প্রসঙ্গগত, বৃহস্প্রতিবার ( ১২ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক দূর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য শেষে জয় বাংলা না বলার অভিযোগ উঠে। এ নিয়ে উপস্থিত সাংবাদিকরা তাকে জয় বাংলা মনে করিয়ে দিলেও তিনি তা এড়িয়ে যান। পরে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ও প্রকাশ হয়।