Advertisement
প্রতিনিধি বরগুনা :
নির্যাতন থেকে মুক্তি ও চলাচলের রাস্তা উন্মুক্ত করতে দারে দারে ঘুরছেন বরগুনা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদ এর তিন মেয়ে। কান্না জাড়িত কন্ঠে অভিযুক্ত রফিকুল ইসলামের বিচার চেয়ে রোববার বিকেল ৪টায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব, বরগুনা শাখার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ওই তিন বোন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিন অপর দুই বোনের পক্ষে ফারহানা আক্তার পুতুল বলেন, ২০১৮ সালে রফিকুল ইসলাম নামের একজনের কাছে স্থানীয় মাপের ৫কাঠা জমি বিক্রি করেন পুতুলের বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদ। রেজিষ্ট্রিসহ জমির দখলও বুঝিয়ে দেওয়া হয় রফিকুল ইসলামকে। রেজিষ্ট্রি দলিলে রাস্তার জায়গা খালি থাকার কথা উল্লেখ থাকলেও তাদের বাড়িতে যাওয়া আসার রাস্তার মাঝখানে পাকা পিলার করে আটকে দিয়েছেন রফিকুল। অপরদিকে চরদুয়ানী ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তার সাথে যোগাসাজোশে অবৈধভাবে বাধ্য করে রেকর্ডীও জমিতে সরকারি খাস জমির সাইনবোর্ড লাগনোর অভিযোগ করেছেন ওই উপ সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। এবিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের সাথে কথা বলতে গেলে পুতুলসহ তার দুই বোন ও তাদের স্বামীদের মারধর করা সহ হুমকি ধামকি দেয় অভিযুক্ত রফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।