রবিবার 6 এপ্রিল 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-12T16:04:37Z
আইন অপরাধ

নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ শিকার, ১ জেলের কারাদণ্ড


মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক

Advertisement

ইলিশ শিকারের নিষেধাজ্ঞার প্রথম দিনেই বরগুনা জেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশ শিকারের দায়ে মো. সোহেল নামের এক জেলেকে ২২ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ অক্টোবর বৃহস্পতিবার আমতলী উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আবু জাহের এ আদেশ দেন। 



আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরুতে ইলিশ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম পায়রা বুড়িশ্বর নদীতে অভিযানে নামে। এ সময় গুলিশাখালী ফকির বাড়ির সুইচগেটে অভিযান চালিয়ে সোহেল নামের এক জেলেকে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।