Advertisement
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় নতুন খোঁড়া পায়খানা গর্তে জমে থাকা পানিতে ডুবে আল আমিন ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার ১৫ অক্টোবর ২০২৩ অনুমান বেলা বারোটায় পোরশায় ঘাটনগর ইউনিয়নের বান মোহন বাজারের কাছে এক নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, আল আমিন(৪) নামে শিশুটি ঘাটনগর ইউনিয়নের বানমোহন গ্রামের রবিউল ইসলামের ছেলে। নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি করে নির্মাণাধীন পায়খানার মল ট্যাংকি জন্য কিছুদিন আগে গর্ত করা হয়েছিল। বৃষ্টির কারণে ট্যাংকির কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। মল টাংকি বৃষ্টির পানিতে ভরে যায়।
পরিবারের সকলের অজান্তে শিশুটি বাড়িতে থাকার ফুফু ও দাদীর চোখের আড়ালে কখন যেন ওই গর্তে পড়ে যান।
বাচ্চার কথা মনে হলে তারা খোঁজাখুঁজি করে শিশুটি পানিতে পড়ে ভেসে আছে বলে সূত্র জানায়।এতে মা বাবা পাগলের মতো প্রায়। সকলে যেন চরম শোকাহত এলাকায় যেন শোকের মাতম।
থানা সূত্রে জানা যায় এ পর্যন্ত তাদের কাছে কোন সংবাদ পৌঁছেনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান অফিসার ইনচার্জ জোহরুল ইসলাম।