lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-26T09:38:47Z
ট্রেন দুর্ঘটনা

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত

Advertisement


 হাসান আলী সোহেল, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার মালঞ্চি রেলস্টেশনের অদূরে বড়পুকুরিয়া ও ঠেঙ্গামারা রেলগেটের মাঝামাঝি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৬টার দিকে স্থানীয়রা ওই এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন। তিনি জানান, রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নিবেন। 


শান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন বলেন, লাশটি উদ্ধারের পর একটি ইউ.ডি মামলা রুজু করা হয়েছে।