lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-16T11:40:00Z
ব্রেকিং নিউজ

নরসিংদীর রায়পুরায় কালবেলা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Advertisement


 

বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :নরসিংদীর রায়পুরা উপজেলায় উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রায়পুরা প্রেস ক্লাব হল রুমে প্রেস ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও কালবেলা রায়পুরা প্রতিনিধি এনামুল হক রানার আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।


রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভোরের ডাক এর প্রতিনিধি মোঃ রফিকুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি  দৈনিক দেশরুপান্তর এর প্রতিনিধি মো: মনিরুজ্জামান, মফস্বল সাংবাদিক ফোরাম রায়পুরা শাখার সভাপতি এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক গ্রামীন দর্পণের প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি মোস্তফা খান,  রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন, উপদেষ্টা মোসলেহ উদ্দিন বাচ্চু, 

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক কালবেলা প্রতিষ্ঠার এক বছর হলেও এটি খুব অল্প সময়ের মধ্যে তার প্রকাশনার মাধ্যমে পাঠকদের মনে স্থান করে নিয়েছে। এসময় প্রত্যেকেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও আরো সাফল্য কামনা করেছেন। পরে উপস্থিত সাংবাদিকদের নিয়ে একটি কেক কাটা হয়।