Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়ন চ্যাম্পিয়নস ট্রফি ২০২৩/২৪ আসরের প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে।
উপজেলার নরসিংপুর ইউনিয়ন চ্যাম্পিয়নস ট্রফি (এন.ইউ.সি.টি) আয়োজনে স্পন্সর সায়েম আহমদ-আহমেদ মিলন এর সহযোগিতায় ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হবে ক্রিকেট খেলার আসরটি।
টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় নরসিংপুর বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্লেয়ার ড্রাফটস অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে এলাকার ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো ১.কিংস্টার,নিউ শাপলা ক্রিকেটার্স,রয়েল চ্যালেঞ্জ,অলস্টার,বিএমএনকিং রাইডার্স,চৌধুরী হান্টার্স।
ক্রিকেটের এই উৎসবে এলাকার ছয়জন ভালো খেলোয়াড়কে আইকন খেলোয়ার হিসেবে রাখা হয়েছে।
প্লেয়ার ড্রাফট অনুযায়ী আইকন প্লেয়ারের মধ্যে কিংস্টার - এস.আই. সুমন,নিউ শাপলা ক্রিকেটার্স - আলাল আহমদ,রয়েল চ্যালেঞ্জর সিহাব,অলস্টার সোহেল আহমদ,বিএমএনকিং রাইডার্স সোহেল আহমদ,চৌধুরী হান্টার্স সোহেল আহমদ।
আয়োজকরা জানান, ক্রিকেটের এই আসরে এলাকার ৯২ জন খেলোয়াড়কে নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতি টিম ১৪জন করে খেলোয়াড় নিয়ে একটি টিম গঠন করে।
শুক্রবার সন্ধ্যায় প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহীম আলী,সামছুল হক,ফখর উদ্দিন,মকবুল হোসেন,নেওয়াজ শরীফ।
বোর্ড সভাপতি সোহেল আহমদ,ডাইরেক্টর মুহিব রহমান,ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম,সচিব এসআই সুমন,টুর্নামেন্ট প্লানার এহসানুল হক সজিব, গেইম প্লানার বদরুল আলম,স্পোর্টস এডিটর মতিউর রহমান,মিডিয়া এডিটর সাজিদুর রহমান,অফিস এডিটর এ আর রাফি, প্রত্যেক দল মালিক, ম্যানাজার ও প্লেয়ারগণ প্রমুখ।