lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-28T08:59:06Z
সারাদেশ

মাদারগঞ্জে চারণ থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন, পুনরায় সভাপতি সাখাওয়াত সম্পাদক লেলিন

Advertisement


আকন্দ সোহাগ


জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ গ্রাম থিয়েটার এর নাট্য সংগঠন চারণ থিয়েটার এর দ্বি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৮ অক্টোবর) সকালে চারণ থিয়েটার এর আয়োজনে মোসলেমাবাদ এফ.এম কিন্ডার গার্টেন স্কুল মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন,পতাকা উত্তোলন ও পায়ড়া উড়িয়ে সম্মেলনটির উদ্বোধন করা হয়। পরে মাদারঞ্জ ভোর হলো সাংস্কৃৃতিক বিদ্যালয়ের আয়োজনে গীতিনাট্য পরিবেশন করা হয়। এরপর চলে আলোচনা সভা। চারণ থিয়েটার এর সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু।  উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন,বাংলাদেশ গ্রাম থিয়েটার ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সমন্বয়কারী রেজাউল করিম লেবু,মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কামরুল আহসান সুজন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন বালিজুড়ি ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দুল হাই বুল,যুগান্তর পত্রিকার  মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান বেলাল,গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন,ইউনিয়ন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি আছাদুজ্জামান সরকার,ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ রহমান লাঞ্জু ও সাধারণ সম্পাদক জি.বি.এম রুবেল আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে সংগঠটির  সভাপতি সাখাওয়াত হোসনকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিনকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী ২ বছরের জন্য নির্বাচিত করা হয়। এর আগে বাংলাদেশ গ্রাম থিয়েটার বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশারফ অঞ্চলের ২য় বারের মত সমন্বয়কারী নির্বাচিত হওয়ায় চারণ থিয়েটারের সভাপতি সাখাওয়াত হোসনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় চারণ থিয়েটার এর উপদেষ্টা মণ্ডলি,কার্যনির্বাহী কমিটির সম্পাদক মণ্ডলী,সদস্যসহ নাট্যকর্মীবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।