Advertisement
শহিদুজ্জামান লাবু, কাশিয়ানী উপজেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।
" অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক মহড়া , র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটের সময় কাশিয়ানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করে । পরে শুক্রবার (১৩ অক্টোবর ) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদর্শন করে উপজেলার সামনে এসে শেষ হয় এবং উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব সুব্রত ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিলন সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মুক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফিরোজ আলম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ মোরশেদ আলম, প্রানী সম্পদ অফিসার পৃথ্বীজ কুমার, প্রকৌশলী এমএম মাহাবুব আলম, কাশিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব নিজামুল আলম মুরাদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সূধিজন উপস্থিত ছিলেন।