Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা:রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ন সচিব) ও স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) জসীম উদ্দীন হায়দার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় যে কাজটি করেছেন, দেশের ৯ লক্ষ গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি নির্মাণ করে দিয়েছেন। নীতি, নৈতিকতা আমাদের ধর্মীয় অনুভূতি,সততা এবং নিষ্ঠার সাথে ও দেশপ্রেম নিয়ে কাজ করলেই সবক্ষেত্রে এগিয়ে যাওয়া যায়।বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। এই উন্নয়ন অগ্রযাত্রা থেকে বাদ পড়েনি কোন গ্রাম।পদ্মা সেতু, মেট্রোরেল,মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র,পায়রা সুমদ্র বন্দর,রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী ট্যালেন সহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচ করে দাঁড়াবে। তাই দেশকে জাতির পিতার উন্নত ও সমৃদ্ধ সোনার দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।বুধবার পাবনার সুজানগর উপজেলায় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন জনগণের ট্যাক্সের টাকায় আমার আপনার বেতন হয়। তাই আন্তরিকতা ও সততার সাথে সহযোগিতার মনোভাব নিয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার পাবনার উপ পরিচালক সাইফুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম ও থানার ওসি(তদন্ত) জিন্নাত সরকার। মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ন সচিব) ও স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) জসীম উদ্দীন হায়দারের জীবনালেখ্য এবং সুজানগরের ইতিহাস ও ঐতিহ্য উপস্থাপন করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম।এ সময় আরো বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান ও সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত প্রমুখ ।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন।