শুক্রবার 4 এপ্রিল 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-29T13:38:00Z
রাজনীতি

পাবনা-১ আসনে নৌকার মাঝি হতে চান ইব্রাহিম হোসেন মুন


 

এস এম আদনান উদ্দিন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ আসনে নৌকার প্রার্থী হতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুন।


রবিবার (২৯ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। এ সময় তিনি নিজ নির্বাচনী এলাকার নানা অসঙ্গতি ও দলে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য দেন।


লিখিত বক্তব্যে ইব্রাহিম হোসেন মুন বলেন, ‘বর্তমানে এই আসনের তৃণমুলের নেতাকর্মীরা দলের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তাই প্রকৃত নেতাকর্মী ও দলের সাধারন মানুষের চাওয়া পাওয়ার কারনে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী। তবে দল প্রধান যাকেই নৌকা প্রতিক দিয়ে নির্বাচন করার জন্য পাঠাবেন তার জন্যই তিনি কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।’


তবে স্থানীয় আওয়ামীলীগের অভ্যন্তরে বর্তমানে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা নিরসন করতে না পারলে এখানে বেশ বিপাকে পরতে হবে নৌকার প্রার্থীকে-এমন মন্তব্য করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ব্যতীত সারাদেশে হেভিওয়েট প্রার্থী কেউ নয়। যাকে নৌকা প্রতিক দিয়ে পাঠানো হয় তিনিই এলাকায় হেভিওয়েট প্রার্থী হয়ে যান।’

Advertisement

সংবাদ সম্মেলনে মুন বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য জীবনবাজি রেখে তিনি শিবির অধ্যুষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিতারিত করে শিবির মুক্ত ক্যাম্পাস ঘোষনা করেছেন। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে দায়িত্ব তাকে দিয়েছেন সেটি একনিষ্ঠভাবে পালন করেছেন।’


তিনি অভিযোগ করেন, ‘তাকে নির্বচন করতে না দেয়ার জন্য ইতিমধ্যে নিজামী অনুসারী শিবির ক্যাডার জিহাদকে দিয়ে তার প্রচার প্রচারনার পোস্টার বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। বিগত সময়ে যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে ভোটার উপস্থিতি কম হয়েছে। তার অন্যতম কারন এই আসনে দলে হাইব্রিড দ্বারা নিয়ন্ত্রণের কারনে। প্রকৃত নেতাকর্মীরা বর্তমান সময়ে বঞ্চিত হয়েছে।’


ইব্রাহিম হোসেন মুন বলেন, ‘২০০৪ সালের পর থেকে এই আসনটিতে আওয়ামীলীগের কোন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এখানে প্রকৃত দলের নেতাকর্মীদের সকল কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। বিগত সময়ের যে সকল স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে দলের লোকজনই ষড়যন্ত্র করে নৌকার প্রার্থীদের হারিয়ে দিয়েছে। তাই সময় এসেছে পরিবর্তনের। বর্তমানে পাবনা-১ আসনে আওয়ামীলীগকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রার্থী পরিবর্তন করতে হবে।’


সংবাদ সম্মেলনে ইব্রাহিম হোসেন মুনের চাচা আবু হানিফ মোল্লা, মোফিজুল ইসলাম, কাইয়ুম মোল্লা, ভাই কাদের মোল্লা সহ তার সমর্থকরা উপস্থিত ছিলেন।