Advertisement
জিল্লুর হোসেন সরকার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে দুটি ওষুধের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা দুটি দোকান হতে প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকার ওষুধ চুরি করে নিয়ে যায়। ঘটনাটি গত শুক্রবার ( ২ অক্টোবর) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের বোর্ড অফিস মার্কেটে ঘটেছে।
চোরেরা রাতে বাজারের ইয়াসিন ফার্মেসী (হিউম্যান ওষুধের দোকান) ও মহানন্দ ফার্মেসী (ভেটেনারী ওষুধের দোকান)-এর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকার ওষুধ নিয়ে পালিয়ে যায়। ইয়াসিন ফার্মেসীর মালিক ঘোড়াডাঙ্গা গ্রামের জনৈক শামসুল হকের পুত্র ইয়াসিন আলী জানান প্রতিদিনের ন্যায় তিনি রাতে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। পরদিন সকালে খবর পেয়ে দ্রুত বাজারে এসে তার দোকান চুরির ঘটনা দেখতে পান।
প্রাথমিক ভাবে ধারণা করে তিনি জানান তার দোকান থেকে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার টাকার ওষুধ এবং মহানন্দ ফার্মেসী থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকার পশু ওষুধ চুরি হয়েছে।
খবর পেয়ে রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটোয়ারী থানায় চুরির বিষয়টি অবহিত করলে আটোয়ারী থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।