lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-14T13:43:22Z
সারাদেশ

পোরশায় মাধ্যমিক শিক্ষক সমিতির ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত

Advertisement


ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ


পোরশা ত্রী-বার্ষিক মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে দুইজন ও সাংগঠনগঠনিক পদে দুইজন প্রার্থী প্রতিনিধ্বন্দ্বিতা করেন


আজ শনিবার ১৪ অক্টোবর ২০২৩ সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বেলা চারটা পর্যন্ত পোরশা উপজেলার প্রাণকেন্দ্র সারাইগাছি মোড়ের নিকটে কাতীপুর কালিনগর উচ্চ বিদ্যালয় এর পশ্চিম ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৩৯১ বিনা প্রতীকে ২০৫  ভোট পেয়ে বিজয়ী হন সভাপতি পদে মোঃ একরামুল হক শাহ্ প্রধান শিক্ষক কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইদুর রহমান পান ১৬৭ভোট। ২২১ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয় হোন মোঃ শরিফুল ইসলাম সহকারী শিক্ষক শহীদ পিংকু উচ্চ বিদ্যালয় ও ২৯১ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে বিজয় হন মোস্তফা হাবিব (মন্টু) সহকারী শিক্ষক পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।


উপজেলার ২৪টি বিদ্যালয় সকল প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহকারী শিক্ষক কর্মচারী বৃন্দ উৎসাহ উদ্দীপনায় ভোট প্রদানে অংশগ্রহণ করেন।


নওগাঁ জেলা শিক্ষক সমিতির সভাপতি মাহাতাব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর প্রাইভেট কার নিয়ে এসে ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান করেন। পরিদর্শন কালে দুইজন সভাপতি প্রার্থী মোঃ একরামুল হক ও মোঃ সাইদুর রহমান সঙ্গে ছিলেন। সারা বাংলাদেশের শিক্ষক সংগঠন কে আরও শক্তিশালী করতে হবে শিক্ষকদের উদ্দেশ্যে পরিদর্শনকালে এসব কথা বলেন তারা।


তারা আরো উল্লেখ করেন আমাদেরকে আন্দোলন করে জাতীয়করণের দাবি আদায় করতে হবে।

পরিদর্শন শেষে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তারা।