lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-29T06:45:25Z
আইন ও অপরাধ

সিরাজদিখানে মোস্তফার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ

Advertisement


মুন্সীগঞ্জ প্রতিনিধি:


মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বেসরকারি টেলিভিশনের মাওয়া প্রতিনিধি মোস্তফার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ উঠছে। 


ঘটনাটি ঘটেছে উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া গ্রামে। এবিষয়ে ভুক্তভোগীর স্ত্রী আম্বিয়া বেগম গত সোমবার (২৫শে সেপ্টেম্বর)  সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছে।


ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানাযায়,  শাহজালাল শেখ (৪২) এর একটি ব্যবহৃত এন্ডুয়েট মোবাইল ফোন বিগত তিন মাস পূর্বে সিরাজদিখান থানার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া  গ্রামের তার বাড়ী হতে চুরি হয়ে যায় এবং হারানো মোবাইল ফোনে Md Sahajalal Pan Kobiraj নামে ফেইজবুক আইডি চালু অবস্থায় ছিলো। পরবর্তীতে জানতে পাড়ে বালুরচর ইউনিয়নের মৃত ওসমান গনির ছেলে মস্তফা কৌশলে তাদের বাসা থেকে মোবাইলটি চুরি করে নিয়েছে। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ মস্তফা বিকাল ৪টার দিকে পান কবিরাজের বাড়ীতে আসলে তার কাছে মোবাইল ফোনটি ফেরত চাইলে সে কৌশলে বাড়ী থেকে পালিয়ে যায়। তার পর হতে তার স্বামী Md Sahajalal Pan Kobiraj নামের ফেইজবুক আইডি থেকে বিভিন্ন গন্যমান্য লোকজনসহ প্রশাসনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে পোষ্ট ছড়িয়ে তাদের সামাজিকভাবে হেয় করছে। এছাড়া অভিযোগ করার পর থেকে মোস্তফা লোক পাঠিয়ে তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করায় গত ২৮শে সেপ্টেম্বর  ভুক্তভোগী আম্বিয়া একটি সাধারণ ডায়েরি করেন। 


সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগ ও জিডি হয়েছে তদন্ত চলছে।