lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-12T16:44:31Z
খেলাধুলা

নেত্রকোণায় অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের উদ্বোধন

Advertisement


নেত্রকোনা প্রতিনিধিঃ


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর নেত্রকোণা জেলা পর্যায়ের প্রতিযোগিতা। 



সকালে এর উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক  শাহেদ পারভেজ। এর সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মামুন খন্দকার।



টুর্নামেন্টের আয়োজনে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এবং সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা,নেত্রকোণা।



উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  মো: লুৎফুর রহমান, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব নজরুল ইসলাম খান, প্রাক্তন ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  মুখলেছুর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি প্রমুখ। 

 


এসময় পৌরসভাসহ জেলার ১০ উপজেলার বালক এবং বালিকা দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী দিনে বালকদের ম্যাচে মদন উপজেলাকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়েছে বারহাট্টা উপজেলা। বালিকাদের ম্যাচে ও মদন উপজেলাকে ৩-০ গোলে হারিয়েছে বারহাট্টা উপজেলা। 

তবে সমাপনী অনু্ষ্ঠিত হবে ১৮ অক্টোবর।