Advertisement
আকন্দ সোহাগ
জামালপুরের মাদারগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা,গম, ভুট্টা, চিনাবাদাম,মুগ,মসুর ও পেয়াজদের উৎপাদন বৃদ্ধি করার লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮১৬০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিনামূল্যে পাবেন বীজ ও সার। সোমবার ( ১৬ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের মোঃ ওবায়দুর রহমান বেলাল। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক,মৎস্য কর্মকর্তা তাহমিনা বেগম,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেলা নাজনীন,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রক্তিম আহমেদ,মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল প্রমুখ। প্রনোদনা হিসেবে গম বীজ পাবেন ১১০০ জন,ভুট্টা বীজ পাবেন ৯০০জন,সরিষা বীজ পাবেন ৬০৫০জন,চীনাবাদাম বীজ পাবেন ৩০জন,শীতকালীন পেয়াজ পাবেন ৫০ জন,মসুর বীজ পাবেন ২০জন ও মুগ বীজ পাবেন ১০ জন কৃষক।জনপ্রতিনিধিদের বাছাইকৃত মাষ্টারুলের মাধ্যমে এসব প্রনোদনা বীজ ও সার বিতরণ করা হবে।