lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-06T14:34:04Z
রাজনীতি

টেকনাফ পৌর যুবলীগের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Advertisement


 

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি:-বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ পৌর শাখার আওতাধীন ১,২,৩,৪,নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৬নভেম্বর) বিকেল ৪টায় টেকনাফ মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।


 ফরিদুল নাফিস এর  সঞ্চালনায় পৌর শাখার ৪নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে,এ সভা অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, প্রধান বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যা,ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন আহমদ, সদর যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন। ও ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বশির আহমেদ, বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক‌‌, নুরুল আলম,১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, প্রমুখ।


কর্মী সমাবেশে,টেকনাফ পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যা বলেন, বিশ্বনেতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে মধ্য আয়ে উন্নীত হয়েছে। দেশের অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপি নানামুখী  ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্র নষ্যাৎ করতে টেকনাফ পৌর যুবলীগ প্রতিটি নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় কমিটি যে নির্দেশনা দিবে তা সফল ও মোকাবেলা করতে রাজপথে সবসময় প্রস্তুত রয়েছি আমরা।


বিশেষ অতিথির বক্তব্যে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। যুবলীগের নেতাকর্মীদের এসব উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সংগঠনের নেতৃবৃন্দদেরও সেই স্বপ্ন দেখতে হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।


প্রধান অতিথি'র বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজকে নতুন প্রজন্ম জাগ্রত, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বলে এখন মানুষকে বোকা বানাতে পারবে না। যুবলীগের নেতা-কর্মীরা আদর্শের এই সংগঠনকে ভালোবাসে বলেই শেখ হাসিনার ডাকে রাজপথে আছে এবং থাকবে। যুবলীগ নেতা-কর্মীরা বিএনপি-জামাত ও দেশবিরোধী চক্রের বাংলাদেশের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত আছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছেন। গেল ১৪ বছরেও দেশের উন্নয়নের সুফল আপনারা পাচ্ছেন। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এদেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।


উক্ত কর্মী সমাবেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পৌর যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।