lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-30T06:45:55Z
রাজনীতি

পাবনায় বিএনপির হরতাল সমর্থনে মিছিল

Advertisement


 

এস এম আদনান উদ্দিন: পাবনায় বিএনপির হরতাল সমর্থনে মিছিল করেছে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা পাবনা মহাসড়ক (যুব উন্নয়ন, টিটিসি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এলাকায় মিছিল করা হয়। 


পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন এর নেতৃত্বে তফসিল বাতিল ও হরতাল কর্মসূচি সমর্থনে মিছিল করে।


এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট,সদর পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস , আবুল কালাম, মো:বকুল হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, আনিসুর রহমান আনিস, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, সদর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক আলমগীর হোসেন,সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহার হোসেনসহ  প্রমুখ।