Advertisement
বেড়া (পাবনা)প্রতিবেদকঃ পাবনার বেড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহ¯পতিবার(১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পৌর ৫ নং ওয়ার্ডের বড় পায়না এলাকায় তাকে পিটিয়ে করে হত্যা করা হয়।এ ঘটনায় বড় পায়না এলাকার বাসিন্দা ফজর আলী (৫০) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
নিহত বৃদ্ধের নাম মোজাহার মোল্লা (৭২) । তিনি বেড়া পৌর সদরের বড় পায়না এলাকার বাসিন্দা। নিহতের ছোট ছেলে জাহিদ মোল্লা জানান, গতকাল বুধবার বকেলে আমরা চাচাতো ভায়ের ছেলে হাসান ও মুরাদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে সন্ধায় স্থাণীয় কাউন্সিলর এসে বিষয়টি মিটিয়ে দিবেন বলে চলে য়ায়।
পরদিন বৃহ¯পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং তার বাবা মোজাহার মোল্লাকে একা পেয়ে কাঠের রুল দিয়ে ঘাড়ে অঘাত করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বেড়া পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম কিরণ জানান,বুধবার(১৫ নভেম্বর)বিকেলে ছোট ছেলেদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইমরান ও মোজাহার দুই গ্রুপের মধ্যে একটা ধাওয়া পালটা ধাওয়া হয়।পরে আমি ও স্থাণীয় প্রধাণ হাজী আব্দুল মান্নানকে সাথে নিয়ে মিমাংসা করে দিতে চাইলে মোজাহার গ্রæপ মেনে নিলেও ইমরান গ্রæপ সমাধান মেনে নেয় না। পরদিন বৃহ¯পতিবার ইমরান গ্রæপ সকাল ৯ টায় হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আজকের দর্পন কে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এক জনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট ও অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।