Advertisement
বিনা আক্তার, নরসিংদী প্রতিনিধি:-নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে মাহমুবুর রহমান নামে এক ব্যক্তির প্রায় শতাধিক ফলজ গাছসহ বিভিন্ন রকমের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী জামান মিয়ার নামে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল আনুমানিক ১১টায় উপজেলা ডৌকার চর ইউনিয়নের পিপিনগরে।
ভোক্তভোগী পরিবারের অভিযোগ.বাড়ীর পাশে প্রায় ৬২ বছর ধরে তার পৈতৃক ক্রয়কৃত সম্পত্তিতে ভোখদখল করে আসছে তারা এবং জমিতে লাগানো ছিলো বিভিন্ন রকমের প্রায় শতাধিক গাছ। বুধবার সকালে প্রতিবেশী জামান তার লোকজন নিয়ে জোর পূর্বক গাছগুলো কেটে ফেলে।
এতে মাহবুবুর রহমান বাধা দিলে জামান ও তার লোকজন তাদের উপর হামলা চালায় এবং এই ঘটনায় দুইজন আহত হয়।
এ বিষয়ে জামানের স্ত্রী শিরীনা বলেন সম্পত্তিতে আমার স্বামীসহ অনেকের অংশ রয়েছে। আমার স্বামী দাঁড়িয়ে ছিলো। সে কোন গাছ কাটে নি।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এ এস আই মঞ্জুরুল বলেন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।