lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-29T09:38:31Z
রাজনীতি

নৌকার প্রার্থী চয়ন ইসলামের শাহজাদপুরে আগমনে পথে পথে জনতার শুভেচ্ছো

Advertisement


 

মোঃ মাসুম হোসেন অন্তু,  (সিরাজগঞ্জ) প্রতিনিধি :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি চয়ন ইসলাম নিজ সংসদীয় আসন শাহজাদপুরে আগমনের সময় পথে পথে সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৮শে নভেম্বর) পূর্ব নির্ধারিত আগমনকে ঘিরে হাজারো মোটরসাইকেল বহর নিয়ে শাহজাদপুর উপজেলার প্রবেশদ্বার গারাদহ ইউনিয়ন ও উল্লাপাড়া উপজেলার সীমান্ত মহেশপুরে হাজারো নেতাকর্মী ও জনতা ভিড় জমায়।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান, গারাদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি সেলিম আক্তার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন সহ উপজেলা আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরে বিকাল সাড়ে ৩টায় চয়ন ইসলামের গাড়ী বহর মহেশপুরে পৌছলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। হাজারো মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে নৌকার মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে নিয়ে শাহজাদপুরের দিকে রওনা হয়।

এসময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গারাদহ থেকে শাহজাদপুর পর্যন্ত জনসাধারণ রাস্তার দুই ধারে দাড়িয়ে থেকে চয়ন ইসলামকে শুভেচ্ছা জানান। চয়ন ইসলাম মহসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থেকে নেমে জনসাধারণের শুভেচ্ছা গ্রহন করেন।


শাহজাদপুরে পৌছে পৌর শহরের শক্তিপুরের নিজ বাসভবনে গিয়ে তার পিতা প্রয়াত ড. মযহারুল ইসলাম ও মাতা নুরজাহান মযহারের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন এবং তাদের কবর জিয়ারত করেন। পরে তার বাসভবনে অপেক্ষমান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত লোকজন তাকে ফুলেল অভ্যার্থনা জানান। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে যান তিনি। সেখানে উপজেলা আ.লীগের পক্ষ থেকে নৌকার মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।


সেখান থেকে তিনি যান পৌর শহরের দরগাহপাড়ায় অবস্থিত হযরত মখদুম শাহ দৌলা (রঃ) এর মাজার ও মসজিদে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হযরত মখদুম শাহ দৌলা এর কবর জিয়ারত করেন।

চয়ন ইসলাম সাংবাদিকদের বলেন, শাহজাদপুর ভালোবাসায় অমি অভিভূত। তাদের এই ভালোবাসার প্রতিদান আমি অবশ্যই দেব।