lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-08T10:41:22Z
আইন ও অপরাধ

পঞ্চগড় বোদা উপজেলায় রেকর্ড কৃত সড়কের প্রায় দুই লক্ষ টাকার গাছ কর্তন

Advertisement


 

আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা  প্রতিনিধি:পঞ্চগড় বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নে, রেকর্ডকৃত সড়কের আনুমানিক ২৫ টি ইউ কালেক্টর গাছ কর্তন করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক। এবং গাছগুলো ২ লক্ষ টাকায় ক্রয় করেছেন স্থানীয় গাছ ব্যবসায়ী ছুটু মিয়া, 


গতকাল সন্ধ্যায় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় গাছ কর্তন করার বিষয়টি চোখে পড়ে কয়েকজন গণমাধ্যম কর্মীদের। তাৎক্ষণিক ভাবে গাছ কর্তনকারী ও খালেক, এর সাথে গণমাধ্যম কর্মীদের কথা হলে তিনি বলেন এসব গাছ আমি রোপণ করেছি তাই কাটছি, এখানে কারো কিছু বলার থাকতে পারেনা।


পরে স্থানীয় চেয়ারম্যান সাহেব আলী,ও স্থানীয় ভূমি কর্মকর্তা আব্দুল সাত্তার, কে অবগত করলে তিনি পরের দিন বুধবার ঘটনাস্থলে এসে স্যার্ফেয়ার দিয়ে রেকর্ডীয় রাস্তা মাপেন এতে করে সম্পূর্ণ গাছ নতুন রেকর্ডে পড়ে বলে জানান, প্রত্যক্ষ দোষীরা ও জানান গাছগুলো রেকর্ডীয় সড়কের মধ্যেই পড়েছে। 


স্থানীয় তৌশিলদার আব্দুল সাত্তার, গাছগুলো জব্দ না করে অর্থের বিনিময় ছেড়ে দেন। এবং পরের দিন বুধবার গাছ কর্তনের বিষয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি গড়েরডাঙ্গা তৌসিল অফিসের সহকারীর হাতে গাছ কর্তনের বিনিময় উৎকোচ পাঠিয়ে দেন গণমাধ্যম কর্মীদেরকে দেওয়ার জন্য।


গাছ কর্তনের বিষয়ে বেংহাড়ি ইউপি চেয়ারম্যান সাহেব আলী, জানান আব্দুল খালেক, যদিও আমার শালা, তারপরেও বলবো সে যদি রেকর্ডীয় সড়কের গাছ কর্তন করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।



রিপোর্ট লেখার সময়  স্থানীয় তৌশিলদার আব্দুল সাত্তার, এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে গেলে তিনি মোবাইল নাম্বর ব্ল্যাক লিস্ট করে রাখেন।