Advertisement
মোঃ মাসুম হোসেন অন্তু , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এসময় তার বাড়ির জানালার কাঁচ ভাঙ হয়।
মঙ্গলবার (২১শে নভেম্বর) রাত সাড়ে ৮টায় শাহজাদপুর পৌর শহরের পাঠানপাড়ায় অবস্থিত আমির হোসেন সবুজের বাড়িতে ৮ থেকে ১০ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে গিয়ে হামলা চালিয়েছে বলে জানা যায়।
এই বিষয়ে আমির হোসেন সবুজের ভাবি লাইজু বেগম বলেন, রাতে মোটরসাইকেলে যোগে এসে কয়েকজন ব্যক্তি সবুজের বাসা “সবুজায়নের“ জানালা ভাংচুর চালায়। এসময় তারা সবুজকে উদ্দেশ্য করে বকাঝকা করতে থাকে।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, বর্তমান এমপি মেরিনা জাহান কবিতার নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমার বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তারা আমারও খোঁজ করে।
তিনি আরও জানান, গ্রেফতার আতঙ্কে আমি বর্তমানে অন্যত্র রয়েছি সেটা তারা জেনেই শাহজাদপুরের জনগনের মাঝে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই তারা এই কাজ করেছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক অনেক পট পরিবর্তন হয়েছে তবে কখনও কোন নেতাকর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। তিনি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, আমি আশা করি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে যেন আর কারও বাড়িতে হামলা না হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২০শে নভেম্বর সোমবার শাহজাদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের নেতৃত্বে নেতাকর্মীরা মশাল মিছিল বের করে।