lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-15T14:49:30Z
আইন ও অপরাধ

বরগুনায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,খুনের হুমকি, স্কুল যাওয়া বন্ধ

Advertisement


প্রতিনিধি বরগুনা:


৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে খুন জখমের হুমকি দিচ্ছে রাকিব নামের এক বখাটে। স্কুল ছাত্রী ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। থানায় মামলা নেয়নি। এমন অভিযোগ এনে বুধবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেছে স্কুল ছাত্রী মা। ওই ট্রাইব্যুনালের বিচারক মো: মশিউর রহমান খান মামলাটি গ্রহন করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার রুজু করার নির্দেশ দিয়েছেন। মামলার আসামী হলো,  বরগুনা সদর উপজেলার ক্রোক গ্রামের আবু ছলিম মিয়ার ছেলে রাকিব (২০)।



জানা যায়, আসামীর একই গ্রামের বাদী ওই ট্রাইব্যুনালে অভিযোগ করেন, তার নাবালিকা মেয়ে স্কুলে যাওয়া আসার পথে রাকিব পথেঘাটে উত্ত্যক্ত করে। বাদী ও তার মেয়ে প্রতিবাদ করলে রাকিব চাকু দিয়ে বাদী ও তার মেয়েকে খুন করার হুমকি দেয়। রাকিবের ভয়ে স্কুল ছাত্রী স্কুলে যেতে পারে না। সব সময় আতংকে থাকে। ঘটনার দিন ১৩ নভেম্বর সকাল ৮ টার সময় বাদীর মেয়ে প্রতিদিনের মত স্কুলে যাওয়ার জন্য ঘরের দরজার সামনে গেলে আসামী রাকিব বাদীর মেয়েকে দেখে হাত ধরে টেনে বুকের ভেতর নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। বাদীর মেয়ে জোরে ডাক চিৎকার দিলে বাদী ও কয়েকজন লোক এসে স্কুল ছাত্রীকে উদ্ধার করে। তখন রাকিব একটি চাকু বের করে বাদী ও তার মেয়েকে খুন করার হুমকি দিয়ে চলে যায়। বাদী বলেন, বখাটে রাকিবের অত্যাচারে আমার মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমার মেয়ে রাকিবের কারনে ঘর থেকে বের হতে পারে না। সব সময় ৩/৪ জন মাদকসেবী নিয়ে আমাদের দরজায় বসে থাকে। রাকিব আমার মেয়েকে যে কোন সময় অপহরণ করে নিতে পারে। রাকিব আমাকে জানিয়ে দিয়েছে তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে না দিলে ঘর থেকে বের হতে দিবে না। রাকিবের ভয়ে আমরা আতংকে থাকি। থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। রাকিবের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম মো: মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে বাদী বরগুনা থানায় মামলা করতে আসেনি। তারপরও ট্রাইব্যুনালের আদেশ পাওয়া মাত্র আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।