lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-08T13:56:17Z
সারাদেশ

ভোলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট মহিষ পালন উপ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

Advertisement


বরিশাল ব্যুরো 


ভোলায় চরাঞ্চলে সাসটেইনেবল এন্টার প্রাইজ মহিয পালন উপ-প্রকল্পের সমাপনি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায় ক ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা কর্মশালার আয়োজন করে। আজ বেলা ১২টায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা।



গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ড, সদর উপজেলা ভেটিরিনারী সার্জন ডাঃ শাহিন মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক (কর্মসুচি এন্ড লিগ্যাল)  এ্যাডভোকেট বীথি ইসলাম, মাল্টিমিডিয়ায় মহিষ পালনে আধুনিকতার ছোয়ার বিষয়ে সংস্থার পরিচালিত নানা কর্মসুচির তুলে ধরেন ডাঃ তরুন কুমার পাল। বক্তব্য রাখেন সংস্থার উপ পরিচালক ডাঃ খলিলুর রহমান। সঞ্চালনায় ছিলেন এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ডাঃ লেলিন মজুমদার। খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ দুলাল মাতাব্বর, নাজিম হাওলাদার ও দুগ্ধজাত পন্য উৎপাদনকারী এন ইসলাম দধি ঘরের প্রতিনিধি মোঃ মানসুর।



এ অঞ্চলের মহিষ পালনে জলবায়ু সহিষ্ণু ও টেকসই উন্নয়নের জন্য প্র কল্পের মাধ্যমে বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন বক্তারা। প্রকল্পটির সরকারের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নিয়ে দ্বীপজেলার মহিষ পালন খাতের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে। তারই ফলে প্রকল্পের মাধ্যমে চ রে ৪টি কিল্লা স্থাপন বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করে মহিষের জাত উন্ন যনে কাজ করে। এছাড়াও ভেদুরিয়া একটি প্রাণী সেবা কেন্দ্র চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। কর্মশালায় মহিষ খামারী, উদ্যোক্তা, মহিষ পালন কারী দুগ্ধপন্য উৎপাদনকারী প্রতিনিধি ও সাংবাদিকগণ সহ শতাধিক প্রতিনিধি অংশ নেয়।