lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-09T14:23:14Z
রাজনীতি

আটপাড়ায় বিএনপির নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ মিছিল

Advertisement


 

 নেত্রকোণা প্রতিনিধিঃ "খুনি সন্ত্রাসীদের প্রতিরোধ করুন, দেশরত্ন শেখ হাসিনার পাশে থাকুন" এই প্রতিপাদ্য সামনে রেখে  প্রধান বিচারপ্রতির বাড়িতে হামলা , পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সাংবাদিকদের উপর হামলা, এতে দেশের উন্নয়ন ব্যাহত করছে, সাধারণ মানুষের পথরোধ করেছে।

সারাদেশে  বিএনপি ও জামাত হরতাল-অবরোধের নামে অরাজকতা, এরই  প্রতিবাদে  আটপাড়া উপজেলা জয় বাংলা ঐক্য পরিষদ ও তৃনমুল নেতাদের উদ্যোগে  বিএনপির সন্ত্রাসী হামলা ও অবরোধ প্রতিরোধের মিছিল অনুষ্ঠিত হয়।


 বৃহস্পতিবার  (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে আয়োজিত বিশাল প্রতিবাদ মিছিলে জয় বাংলা ঐক্য পরিষদ ও তৃনমুল  নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ -সম্পাদক, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিনের নির্দেশনায় আটপাড়া সৈতুর বাজার হতে  উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে একটি বিশাল প্রতিরোধ  মিছিল হয়।


 উক্ত প্রতিরোধ মিছিলে উপস্থিত ছিলেন  আটপাড়া উপজেলার জয় বাংলা ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুল হক, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান চন্দন,  বাংলাদেশ আওয়ামী তাঁতীলীগের নেত্রকোনা জেলা শাখার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ আহমেদ এমদাদ, শ্রম বিষয়ক সম্পাদক কামাল হোসেন,  আটপাড়া উপজেলা ছাত্রলীগের  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন আজাদসহ তৃমুল নেতা ও সাধারণ জনগণ ।

মিছিল শেষে বক্তব্যে বলেন, বিএনপি- জামাতের অবরোধের নামে সন্ত্রাস,নৈরাজ্য যানবাহন পোড়ানো ও প্রধান বিচারপ্রতির বাড়িতে হামলা , পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সাংবাদিকদের উপর হামলা, এতে দেশের উন্নয়ন ব্যাহত করছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।