Advertisement
বেনাপোল প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা ২৫ বছরে পদার্পন করায় ব্যাপক আয়োজনে কেক কাটার মধ্যে দিয়ে যশোরের শার্শায় পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকালে শার্শার নাভারণ প্রেসক্লাব প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাভারণ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার বিশেষ প্রতিনিধি আমিনুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
পরে একই মঞ্চে নাভারণ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অথিতিবৃন্দ নবগঠিত সদস্যদেরকে ফুলেল শুভেচছা জানান।