lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-30T13:38:59Z
মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে শেষ দিনে ৭ জনের মনোনয়ন পত্র জমা !

Advertisement



মোঃ মজিবর রহমান শেখ:-সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমাপনী দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৭ জন মনোনয়ন পত্র জমা করেছেন। গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে উল্লেখিত ৭ জন তাদের মনোনয়ন পত্র জমা করেন। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন  মনোনয়ন পত্র জমা করেন। এছাড়াও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, স্বতন্ত্র সাবেক ঠাকুরগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লাহ, জাকের পার্টির মো: মাহবুবর রহমান, ওয়ার্কাস পার্টির এ্যাড. মো: ইমরান হোসেন চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মো: রফিকুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মো: রাজিউল ইসলাম মনোনয়ন পত্র জমা করেছেন। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮১ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৬৫৯ জন ও নারী ২ লাখ ৩৯ হাজার ৮২৮ জন। এ আসনে ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ৭২টি।