lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-12T16:40:37Z
জাতীয়

সাভারে বাসে আগুন

Advertisement


আলী রেজা রাজু সাভার,(ঢাকা):


ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর বাস স্টান্ডে মহাসড়কের উপর পাকিং  করা ইতিহাস পরিবহনের একটি বাসে ৯:৩০ দিকে দাড়িয়ে থাকা,ঢাকা মেট্রো-ব ১৫-১৬১৩ সিরিয়াল  নাম্বারের ইতিহাস পরিবহনের বাসে আগুন লাগে। বাসের মালিক মো: মুক্তার হোসেন ও স্থানীয়দের  ভাষ্য মতে পিছন থেকে মোটরসাইকেলে দুইজন লোক এসে (অজ্ঞাত)  পেট্রলের বোতল ছুড়ে দিয়ে আগুন দিয়ে চলে যায়।পরবর্তী স্থানীয়রা পানি,বালু ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।



এর আগে মিরপুর -১০ এর গোলচত্তরে ও তেজগাঁও এলাকায় পৃথক দুটি স্থানে ২ টি বাসে আগুন লেগেছে আজ সন্ধ্যার পর।



ঘটনার বিষয় সাভার থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা  বাংলাদেশ প্রকাশকে নিশ্চিত করেন।