Advertisement
মোঃ মাসুম হোসেন অন্তু , (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাড়িতে বিয়ের দাবি জানালেও পরিবারের পক্ষ থেকে বিয়ে না করানোয় ইমদাদুল (১৭) নামের মাদকাসক্ত এক কিশোরের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ইমদাদুল সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর উত্তরপাড়ার রিকশাচালক আব্দুল মতিনের ছেলে।
জানা যায়, আজ ভোরে মাদকাসক্ত ইমদাদুল বাড়ি থেকে বের হয়, পরে সকাল আনুমানিক ৯টায় দ্বারিয়াপুর উত্তরপাড়ার বালুর চর সংলগ্ন জমিতে পরিত্যক্ত একটি ঘরে এলাকাবাসী ইমদাদুলের ঝুলন্ত লাশ দেখতে পায়।
পরে তারা ইমদাদুলের পরিবারকে খবর দিলে স্বজনেরা গিয়ে মুমুর্ষ অবস্থায় তাকে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে নেয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন ইমদাদুলকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এসআই হারিছুর রহমান প্রধান, আবিদুর রহমান, রঞ্জু মিয়া ও এএসআই ওবায়দুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহজাদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল মাহমুদ প্রামানিক।ইমদাদুলের মা মাবিয়া খাতুন ও ভাই সাজু বলেন, ইমদাদুল দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলো। তাকে ইতিপূর্বে বেশ কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে দেওয়া হলেও সে মাদক ছাড়তে পারেনি । সম্প্রতি বাড়িতে বিয়ে করার দাবি জানায়, তবে নেশাগ্রস্ত ও বেকার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয়না।
তারা আরও বলেন, আজ ভোরে সে বাড়ি থেকে বের হয়। সকাল ৯টার দিকে খবর পেলাম সে ১৮টি ঘুমের ঔষধ খেয়ে ও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
এই বিষয়ে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় পরে আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি এই বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।