Advertisement
তরিকুল ইসলাম তারেক:
কোনো জনপদের চিন্তাধারার প্রতিনিধি, কণ্ঠস্বর, বিবেকের অনুশাসন হিসেবে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সৃজনশীল প্রতিটি মানুষই ভূমিকা রাখেন। তেমনি একজন তরুন সাংবাদিক, সময়ের সাহসী তরুন সাংবাদিক সুলতান আল একরাম । যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যর সন্ধানে রত নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ বিলাস লোভে মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদি, অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদন্ধি। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়; ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন ঝিনাইদহ শহরের বনানীপাড়া, বকুলতা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সাংবাদিক সুলতান আল একরাম। সাংবাদিকতার মত মহান পেষা ছাড়া অন্য কিছুই চিন্তা বা ভাবনা ভাবতে চান । পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভোজন রসিক এ সাংবাদিক পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। দুই ছেলে ও একটি মেয়েকে নিয়ে তার সুখের সংসার । সবসময়ই তিবাচক মানসিকতা পোষণ করেন এই তরুন সাংবাদিক। তাইতো খুব অল্প সময়েই ঝিনাইদহের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। তরুন এই সাংবাদিক ঝিনাইদহ প্রস ক্লাবের নির্বাহী সদস্য, ঝিনাইদহের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল ‘‘বর্তমান ঝিনাইদহ টিভি’’ র’ সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত ‘‘দৈনিক আমাদের অর্থনীতি’’র’ ঝিনাইদহ প্রতিনিধি সহ বেশ কয়েকটি অনলাইন পোটালে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে কর্মরত আছে। আগামী ০২ ডিসেম্বর ঝিনাইদহ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রায়হান-নিজাম পরিষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) পদে ঝিনাইদহ প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্যদের নিকট মুল্যবান ভোট ও দোয়া চেয়েছেন তিনি।