lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-13T07:47:30Z
সারাদেশ

অসহায় মানুষদের পাশে দাড়াতে চায় রক্তিম বন্ধন বহুমুখী ফাউন্ডেশন

Advertisement


মো:মহিব্বুল্লাহ, নিজস্ব প্রতিবেদক :


রক্তিম বন্ধন বহুমুখী ফাউন্ডেশন ২১/০৫/২০২১ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়ে অসহায়,গরীব, দুঃখী মানুষের সেবা করে আসছে। এই সংগঠনটির উপদেষ্টা মো: রাকিবুল হাসান (দেলোয়ার) বিশিষ্ট শিক্ষানুরাগী ও সুপার বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: আতাউল্লাহ। সংগঠনের শুরু থেকে তাদের উদ্দেশ্য হলো; অসহায়, গরীব, দু:খী মানুষের পাশে দাঁড়ানো। এদের মূল উদ্দেশ্য রক্ত সংগ্র‍হ এবং যাদের রক্ত প্রয়োজন তাদের কাছে রক্ত পৌঁছে দেয়া বিনিময়ে তারা কোনো রকম কোনো পারিশ্রমিক বা অর্থ নেন না এবং সাধারান মানুষ যারা আছেন তাদের চিকিৎসার জন্য তারা সবসময় সচেষ্ট থাকেন। 



রক্তিম বন্ধন বহুমুখী ফাউন্ডেশন এর উপদেষ্টা মো: রাকিবুল হাসান (দেলোয়ার) বলেন: আমার সবসময় মন  কাদে অসহায় গরীব মানুষদের জন্য। আমার ইচ্ছা গরীব অসহায় কে মরনের আগ পর্যন্ত সেবা করার এবং আমি সেটা করে যাবো ইনশাআল্লাহ।  সবসময় ভালোর সাথে ছিলাম ভালোর সাথে আছি ভালোর সাথেই সবসময় থাকবো ইনশাল্লাহ । আমি চাই এদের মাধ্যমে অসহায় লোকদের পাশে দাঁড়াতে, গরীবদের সেবা করতে আর সকলকে আহ্বান করছি: সকলেই এদের সংগঠনকে  শক্তিশালী করতে সর্বদা কাজ করে যাবেন এবং এদের হাত কে শক্তিশালী করতে সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন।



প্রতিষ্ঠাতা ও পরিচালক আতাউল্লাহ বলেন: আমরা সাধারণ মানুষের পাশে দাড়াতে চাই এবং সবসময় রক্ত থেকে শুরু করে সকল প্রকার চিকিৎসার ব্যাবস্থা করতে চাই। আমরা খুব ছোট থেকে শুরু করলেও আমাদের মাধ্যমে প্রায় তিন থেকে সাড়ে তিন শতাধিক লোককে রক্তের ব্যাবস্থা করে দিতে পেরেছি। এটা আমাদের অনেক কষ্টে অর্জিত সফলতা। আমরা চাই আমাদের এই রক্তিম বন্ধন বহুমুখী ফাউন্ডেশন একদিন অনেক বড় হবে এবং সমাজে অনেক অসহায় মানুষদের পাশে দাড়াবে। আমি চাই কাজের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকতে হাজার বছর।



আতাউল্লাহ আরো বলেন: আসলে মানুষের কষ্টের কথা চিন্তা করেই আমি এই রক্তিম বন্ধন বহুমুখী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি এবং আমাকে আমার এলাকার বড় ভাই ছোট ভাই বন্ধুরা সবাই সাহস দিয়ে সহযোগিতা করেছে সে জন্য তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের অস্থায়ী একটি কমিটি আছে যেটা আমরা খুব দ্রুত বিলুপ্ত করে স্থায়ী কমিটির ঘোষণা দিব ইনশাআল্লাহ। আমাদের অস্থায়ী কমিটির সদস্যরা হলো:

শরীফ মুহিব্বুল্লাহ, আল-আমীন, আয়মান আলামিন, রাসেল, এম আতাউল্লাহ, নাজমুল ইসলাম আকন, ইমাম হাসান লিখন, মেহেদী মোল্লাহ, অলিউল্লাহ, নুর হোসাইন, রিয়াজ মাহমুদ, রিয়াজ, জাহিদুল ইসলাম,শাহিন, ইমরান হোসেন,  মেহেদী হাসান সজীব প্রমুখ।