lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-12T16:13:33Z
আইন ও অপরাধ

গোবিন্দগঞ্জে র‌্যাবের অভিযানে ৯৪ বোতল ফেনসিডিল সহ মাদককারবারি গ্রেফতার

Advertisement


আশরাফুল ইসলাম গাইবান্ধা :


গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা আইন উদ্দিনের ছেলে চিহৃিন্ত মাদককারবারি আনোয়ার হোসেন (৩৮) কে ফেনসিডিল ও মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে র‍্যাব।



জানা যায়, র‍্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে আজ ১২ নভেম্বর রবিবার দুপুর দেড়টার পর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার আসাদ মোড় এলাকা হইতে ৯৪ বোতল অবৈধ ফেনসিডিল সহ  মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন (৩৮) গ্রেফতার করে। এসময় একটি মোটর সাইকেল জব্দ করেছে র‍্যাব ১৩ ক্যাম্প গাইবান্ধার সদস্যরা। 



মাদক ব্যবসায়ী আনোয়ার গোবিন্দগঞ্জ উপজেলার শীহিগাও গ্রামের আইন উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি কৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তার বিরুদ্ধে একাধিক থানায় মাদক মামলা রয়েছে। তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে ফ্লাইট লেফটেন্যান্ট বশির আহম্মেদ স্ব্ক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।