lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-29T08:29:30Z
অপমৃত্যু

আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

আমতলীতে পুকুরে ডুবে মাঈশা নামের পাঁচ বছরের এক শিশু মারা গেছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলার খেকুয়ানী গ্রামে।


জানাগেছে, উপজেলার খেকুয়ানী গ্রামের সাইদুর রহমানের শিশু কন্যা মাঈশা পরিবারের সকলের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে ঘন্টাব্যপী চেষ্টা চালিয়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষনিক স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। 


আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।


আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।