Advertisement
মোঃ মাসুম হোসেন অন্তু,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাপক উ ৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৫ নভেম্বর বুধবার পালিত হয়েছে ভাইফোটা।
ভাই এবং বোনের অটুট সম্পর্ক একটি উত্সব হিসাবে পালিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বছরে দুটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। রাখী বন্ধন ছাড়াও তাই ভাইফোঁটার দিনটি উৎসবের মতো পালন করা হয়। রাখী বন্ধনের মতো এই উৎসবও প্রত্যেক ভাই-বোনের জন্য বিশেষ। এই উৎসব ভাই দুজ, ভাই টিকা, যম দ্বিতীয়া নামেও পরিচিত।
জানাযায়, দীপাবলির দ্বিতীয় দিনে ভাইফোঁটা পালিত হয়। বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে ভাই ফোটার জন্য। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে পূজা করে, তার মঙ্গল কামনা করে এবং তিলক করে। কথিত আছে, ভাই ফোটার দিন তিলক লাগালে ভাই দীর্ঘায়ুর পাশাপাশি সুখ-সমৃদ্ধির আশীর্বাদও পায়।
ভাইফোঁটা উপলক্ষে সব বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে এবং কপালে তিলক লাগিয়ে তার মুখ মিষ্টি করে। ভাইরা বোনদের উপহার দেয় এবং তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়। ভাইফোঁটা উপলক্ষে, প্রত্যেক ভাই-বোনেরা একে অপরকে এই বিশেষ উৎসবের শুভেচ্ছা জানায়।