Advertisement
প্রতিনিধি বরগুনা:বরগুনা আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য তারিকাটা নামক স্থানে সাকুরা পরিবহনে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা।
বুধবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য তারিকাটা কামাল মৃধার মাছের ঘেরের সম্মুখে মহাসড়কে তালতলী ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসে ঢাকা মেট্রো ব-১১-৮৫৭১ -এ অজ্ঞাত দূর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু।
জানাযায়, তালততলী ঢাকাগামী সাকুরা পরিবহন মাত্র ০৪ জন যাত্রী নিয়ে তালতলী উপজেলা থেকে রাত ০৮ টার দিকে ছেড়ে বর্ণিত এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ২০/২৫ দূর্বৃত্ত গাছের গুড়ি ফেলে ব্যারিকেড তৈরিপূর্বক উক্ত গাড়ির গতি রোধ করে। পরবর্তীতে দুর্বত্তরা ০৪ জন যাত্রী, চালক ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করে দ্রুতপালিয়ে যায় বলে জানা যায়। আমতলী ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। উক্ত ঘটনায় কেউ আহত হয় নি। তবে গাড়ির সম্মুখ গ্লাস, সামনের সিটকভারসহ গাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায়। বর্তমানে স্থানীয় এলাকায় দুর্বত্তদের খোঁজে পুলিশের সাড়াশি অভিযান চলছে।