lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-28T13:48:54Z
আইন ও অপরাধ

মাধবদীর বিরামপুরে ১৪৫ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টার অভিযোগ

Advertisement


মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ 


নরসিংদীর মাধবদী বিরামপুরে ১৪৫ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় জমিতে থাকা  সিমেন্ট ও বাশের খুটি এবং বসত ঘর ভাংচুরের অভিযোগ করেন ভোক্তভোগী। গত ২২ নভেম্বর জমিতে আদালত ১৪৫ ধারা জারি করার পরও গত ২৬ নভেম্বর পৈত্রিক ক্রয়সূত্রে মালিক হয়ে গত প্রায় ৪০ বৎসর যাবত  ভোগ দখলকৃত জমি জোর করে দখল করার চেষ্টার অভিযোগ করেছেন মাধবদীর বিরামপুরের মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ মাছুম মিয়া। বর্তমানে মোঃ মাছুম মিয়া আশংকা করছেন তাদের ভোগদখলকৃত জমিতে ইটা-বালি দিয়ে জোরপূর্বক স্থাপনা করবেন প্রতিপক্ষ। মোঃ মাছুম মিয়ার দাবী মাধবদী বিরামপুর চৌরাবাড়ির আয়েব আলীর পুত্র মোমেন মিয়া, মোঃ মাহবুব, মোঃ ইলিয়াছ, মোঃ রিয়াদ মিয়া, ফায়েজ আলীর পুত্র  মোঃ ছকির মিয়া ও আঃ রশিদ হঠাৎ করে গত ২ মাস আগে তাদের ভোগদখলকৃত জমির কিছু অংশ দাবী করে। কোন সমাধান না হওয়ায় অভিযোক্তরা জোর করে দখল করার চেষ্টা করে। প্রতিপক্ষরা জোর করে যেন জমি দখল করতে না পারে সেজন্য প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন।  বর্তমানে নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে। আদালত ১৪৫ ধারা জারি করেছেন।