lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-08T08:41:13Z
শিক্ষা

শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে ডিজিটাল এক্সেস এন্টি উদ্বোধন

Advertisement


মোঃ মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 


দেশের আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান রংধনু মডেল স্কুলে জমকানো আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল এক্সেস এট্রি উদ্বোধন করা হয়েছে। এর ফলে উন্নত বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানের কাতারে যুক্ত হলে এই স্কুলটি।


বুধবার (৮ই নভেম্বর) সকাল ৮টায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুরে রংধনু মডেল স্কুল ক্যাম্পাসে আয়োজিত আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানে অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শাহ আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল এক্সেস এট্রির উদ্বোধন করেন।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী উদ্বোধনী অনুষ্ঠানে রংধনু মডেল স্কুলের শত শত ছাত্র- ছাত্রী  অভিভাবক ও শিক্ষক - শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। 


জানা যায়, রংধনু মডেল স্কুলের শিক্ষা ব্যবস্থা আরো গতিশীল করার লক্ষ্যে এই ডিজিটাল এক্সেস এট্রি চালু করা হয়েছে। এখন থেকে প্রত্যেক শিক্ষার্থী পাঞ্চ মেশিনে পাঞ্চ কার্ড স্পর্শ করিয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করবে, সেই সাথে তাদের উপস্থিতির একটি বার্তা তাদের অভিভাবকের মোবাইলে পৌছে যাবে।


রংধনু মডেল স্কুলে ডিজিটাল এক্সেস এন্ট্রি চালু হওয়া শিক্ষার্থী ও অভিভাবকেরা উচ্ছাস ও আনন্দ প্রকাশ করেন।  রংধুন মডেল স্কুল কর্তৃপক্ষের এরকম উদ্যোগের কারণে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।



উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে রংধনু মডেল স্কুল শাহজাদপু্র সহ অত্র অঞ্চলের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। প্রতিবছর রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীরা এএসসিতে উল্লেখযোগ্য ফলাফলের মাধ্যমে দেশসেরা কলেজগুলোতে স্থান করে নেয়।