lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-13T15:44:49Z
রাজনীতি

নাটোরে বাগাতিপাড়া উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Advertisement


 

হাসান আলী সোহেল, নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়া জামনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন বিএনপি-জামায়াতের অপরাজনীতি,অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশব্যাপী অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে এই উন্নয়ন ও শান্তি সমাবেশ।


২ নং জামনগর ইউনিয়নের সব বয়সী মানুষ উন্নয়ন অগ্রযাত্রায় শরীক হতে সমাবেশস্থলে এসো জড়ো হন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার প্রতি সমর্থন জানাতেই মানুষের ঢল নেমেছে।


জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সমাবেশে বক্তৃতা দেন।সমাবেশ মঞ্চে জামনগর ইউনিয়নের ৭ জন অসুস্থ্য রোগীর সু-চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ (পঞ্চাশ হাজার) হাজার টাকার চেক বিতরন করা হয়।সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেন।এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী প্রমুখ।