Advertisement
আকন্দ সোহাগ
জামালপুরের মাদারগঞ্জে যমুনা নদীর শাখা নদীতে বড়শী দিয়ে মাছ ধরতে গিয়ে জলিল শেখ ( ৫০) নামে এক জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী জহির মেম্বার এর বাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জলিল শেখ একই ইউনিয়নের তারতাপাড়া গ্রামের মৃত অছ শেখের ছেলে। বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজির হোসেন লাজু স্বজনদেন বরাত দিয়ে বলেন, প্রতিদিনের ন্যায় নিখোঁজ জলিল আজ সকালে বড়শি দিয়ে মাছ ধরতে আসে। প্রতিদিন সকাল ৭টার দিকে এসে দুপুরের আগেই চলে গেলেও আজ বাড়ি ফিরেনি। স্বজনরা খোঁজ নিতে নদীতে এলে জলিলের পায়ের জুতা ও পাঞ্জাবি নদীর কিনারায় পড়ে থাকতে দেখে তারা সন্দেহ করেন জলিল নদীতে নিখোঁজ হয়েছেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার হাশেম আলী জানান,আজ বিকাল ৪.২০ মিনিটে ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি সুখনগরী যমুনা নদীর শাখা নদীতে এ মাছ ধরতে নেমে এক নিখোঁজ হয়েছেন। বিষয়টি আমরা জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন তার তার কোন সন্ধান পাওয়া যায়নি।